রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন 

আ.লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আ.লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন 

পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে আ.লীগের (নৌকা) মনোনয়ন পেয়েছেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন। গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত সভায় তাকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়। সভা শেষে আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেসনোটে এ তথ্য জানানো হয়েছে। 

পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণে এ আসনটি শূন্য হয়।

এদিকে অ্যাড. আফজাল হোসেনর নৌকার মনোনয়ন লাভের খবরে নির্বাচনী এলাকা পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জে আনন্দ মিছিল করেছে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

টিএইচ